পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী ডাঙ্গারপাড় সীমান্তের ৮৪৮ পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

তিনি জানান, পুলিশ ইতোমধ্যে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহত তরুণের নাম আবুল কালাম (২২)। তিনি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী ডাঙ্গারপাড় গ্রামের মৃত অপির উদ্দিনের ছেলে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), পুলিশ ও নিহতের পরিবারের লোকজন ডেইলি স্টারকে জানান, আজ সকালে সীমান্তে গরু আনতে গেলে বিএসএফের সদস্যরা গুলি চালায়। পরে আহত অবস্থায় কালামকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান।

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার নুরুল আমিন ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। বিএসএফকে দেওয়া পত্রে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Iran threatens response if US crosses 'red line': ambassador

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

19h ago