রাস্তায় জলাবদ্ধতা, চট্টগ্রামে ড্রেনে পড়ে একজন নিখোঁজ

চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মুরাদপুর পুলিশ বক্সের কাছে শুলক বহর এলাকায় এ ঘটনা ঘটে।
ড্রেনে ডুবে যাওয়া যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান। ছবি: রাজীব রায়হান

চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মুরাদপুর পুলিশ বক্সের কাছে শুলক বহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম সালেহ আহমেদ। তিনি পেশায় সবজী ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমে গিয়েছিল। আজ সকালে আনুমানিক ৫৫ বছর বয়সী সালেহ রাস্তা দিয়ে হাঁটার সময় ড্রেনে পড়ে যান। স্থানীয়রা এ সময় জাতীয় জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করে খবর দিলে, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১২টা থেকে উদ্ধার অভিযান চললেও সন্ধ্যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা। ছবি: রাজীব রায়হান/স্টার

জানতে চাইলে ফায়ার সার্ভিসের উদ্ধার দলের নেতৃত্বে থাকা বিপ্লব কান্তি নাথ বলেন, 'রাস্তায় জলাবদ্ধতার কারণে ওই যুবক ড্রেনটি দেখতে পাননি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।'

রাতে ফায়ার সার্ভিস অভিযান স্থগিত করেছে। আগামীকাল সকালে আবার উদ্ধার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Health, education face spending cuts again

Education and health sectors are set to get less Annual Development Plan allocation than prescribed in the eighth five-year plan.

5h ago