রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে নারী-শিশুসহ দগ্ধ ৬

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন নারী ও শিশুসহ ৬ রোহিঙ্গা নাগরিক।
নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন নারী ও শিশুসহ ৬ রোহিঙ্গা নাগরিক।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উখিয়ার কুতুপালং ১ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে বসবাসকারী নুরুল আলমের শেডে ওই ঘটনা ঘটে।

১৪-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, সকালে রান্না করার সময় গ্যাসের পাইপ খোলে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গৃহকর্তা নুরুল আলম, তার স্ত্রী ও দুই সন্তান এবং পাশের বাসার দুই রোহিঙ্গাসহ ৬ জন দগ্ধ হন। তাদের স্থানীয় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে বসবাসের শেড আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

EVMs, the EC, and waste of public money

Why did the EVM experiment fall on its face?

10h ago