স্কয়ারের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি সৌজন্য: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আজ সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুপুর ১২টা ১০মিনিটের দিকে কারখানায় আগুন লাগে বলে দ্য ডেইলি স্টারকে জানান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক নওয়াবুর রহমান।

এর আগে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিভিয়ে ফেলার পর এর কারণ জানার চেষ্টা করা হবে।'

Comments