দেশে স্বাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ

school_student_16sep21.jpg
স্টার ফাইল ছবি

জনশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ।

আজ বুধবার জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের শহুরে এলাকায় স্বাক্ষরতার হার ৮১ দশমিক ২৮ শতাংশ এবং গ্রামীণ এলাকায় এই হার ৭১ দশমিক ৫৬ শতাংশ। পুরুষদের মধ্যে স্বাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৬ শতাংশ এবং নারীদের মধ্যে এই হার ৭২ দশমিক ৮২ শতাংশ।

বিভাগ অনুযায়ী স্বাক্ষরতার হারে এগিয়ে আছে ঢাকা। এই বিভাগে স্বাক্ষরতার হার ৭৮ দশমিক ০৯ শতাংশ। আর সর্বনিম্ন হার ময়মনসিংহে ৬৭ দশমিক ০৯ শতাংশ।

২০১১ সালের জনশুমারির তথ্য অনুযায়ী, দেশে স্বাক্ষরতার হার ছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ।

Comments

The Daily Star  | English

Remittance surges 37% in April

Migrants sent home $2.6 billion in the first 29 days of April

38m ago