দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

দৌলতদিয়ার সব ঘাট চালু না থাকায় এবং বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল না করায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
আজ মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে অর্ধশতাধিক বাস ও কয়েকশত পণ্যবাহী ট্রাক ও ছোট-বড় যানবাহন মিলে প্রায় ৫ শতাধিক যানবাহন নদী পাড়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এছাড়া, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আলীপুর ইউনিয়নের আহলাদিপুর এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে ৬০০ ট্রাকের দীর্ঘ সারি হয়েছে।
বাগেরহাট থেকে ঢাকাগামী ট্রাক চালক মো.আসাদ (৪১) দ্য ডেইলি স্টারকে জানান, তিনি আজ ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ মোড়ে পৌঁছালে ট্রাফিক পুলিশ তাকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে আটকে দেয়।
গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রাক চালক আকবর হোসেন বলেন, 'বাংলাবাজার-শিমুলিয়াঘাটে ফেরি চলাচল না করায় এই ঘাটে আসতে হয়েছে। গতকাল সন্ধ্যায় এসে এখনও ঘাট থেকে ৩ কিলোমিটার দূরে বসে আছি।'
জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের ১৮টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়ায় মোট ৭টি ফেরিঘাট আছে। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ৩টি ঘাট বন্ধ।'
তিনি আরও বলেন, 'চালু থাকা অপর ৪টি ঘাটের মধ্যে শুধুমাত্র ৫ ও ৭ নম্বর ঘাটে ৩ পকেটবিশিষ্ট পন্টুন আছে। চলাচলকারী বড় ফেরিগুলো কেবল ওই ২ ঘাটেই ভিড়তে পারে। ছোট ফেরিগুলো ভিড়ছে ১ পকেট বিশিষ্ট ৪ ও ৬ নম্বর ঘাট পন্টুনে।'
'৭টি ঘাটের মধ্যে ৩টি ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়ায় যানজট সৃষ্টি হয়েছে। বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল না করায় এই ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে,' বলেন তিনি।
Comments