দৌলতদিয়ায় ৫ কিমি ট্রাকের সারি

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পারের অপেক্ষায় থাকা ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত তৈরি হওয়া ট্রাকের এই সারি গোয়ালন্দ মোড় থেকে আলীপুর ইউনিয়নের কল্যাণপুর পাটকল এলাকায় পৌঁছেছে।
আজ বুধবার বিকেলে সরেজমিনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় গিয়ে আলীপুর ইউনিয়নের কল্যাণপুর পাটকল এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে।
অপেক্ষায় থাকা ট্রাক চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাগামী ট্রাকগুলোকেও এই রাস্তায় পারাপারের জন্য অপেক্ষায় রাখা হচ্ছে।
ট্রাক চালক আজমুল শেখ (৩০) দ্য ডেইলি স্টারকে জানান, তিনি গতকাল রাত ১০টার দিকে মাগুরা থেকে এখানে এসেছেন। আজ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও, তিনি পারের জন্য অপেক্ষা করছেন। কখন পার হতে পারবেন তা ঠিক বুঝতে পারছেন না।
আরেক চালক রহিম শেখ জানান, তিনি যশোরের বেনাপোল থেকে এসেছেন। চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছেন। রাত ১১টার দিকে রাজবাড়ী এসেছেন। ১২-১৩ ঘণ্টা ধরে অলস সময় পার করছেন।
তিনি বলেন, 'এখানে সবচেয়ে বড় সমস্যা কোনো সরকারি টয়লেট নেই। আমাদের গোসল করার জন্য কোনো ব্যবস্থা নেই। কর্তৃপক্ষের উচিত এসব সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া।'
জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘাটে ১৬টি ফেরি চলাচল করছে। তবে, রাতে ফেরি পারাপার হতে বেশি সময় লাগছে। এছাড়া, ৪ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না।'
'বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল না করায় এই ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। সব মিলিয়ে পারাপারের জন্য অপেক্ষমাণ গাড়ির সংখ্যা বেড়েছে,' বলেন তিনি।
Comments