দ্বিতীয় দিনে দক্ষিণ সিটির শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের সবগুলো থেকে ঈদের দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে, সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 
স্টার ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের সবগুলো থেকে ঈদের দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে, সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 

আজ সোমবার রাত সোয়া ৯টা পর্যন্ত জবাই করা এসব কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানান ডিএসসিসি মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
 
এ ছাড়া ৯ জুলাই থেকে ১১ জুলাই রাত ৯টা পর্যন্ত ৩ হাজার ৫৫৯টি ট্রিপের মাধ্যমে মোট ১৪ হাজার ৭৫৩ দশমিক ৭৯ মেট্রিক টন কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

Comments