ধরলার চরে উদ্ধার মরদেহ ভারতীয় নাগরিকের

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সীমান্তবর্তী ধরলা নদীর চর ফলিমারীতে উদ্ধার হওয়া মরদেহটি ভারতীয় নাগরিকের বলে নিশ্চিত করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সীমান্তবর্তী ধরলা নদীর চর ফলিমারীতে উদ্ধার হওয়া মরদেহটি ভারতীয় নাগরিকের বলে নিশ্চিত করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

আজ সোমবার দুপুরে পুলিশ জানায়, নিহত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার তাউপই ডাকাবেলাকুটি এলাকার আফজাল হোসেনের ছেলে আনারুল মিয়া (৩৫)।

গতকাল রোববার সন্ধ্যায় সীমান্তবর্তী চরাঞ্চলে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশকে খবর দেয়। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে মরদেহটি উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম দ্য ডেইলি স্টারকে বলেন, মরদেহ উদ্ধারের পর বিজিবির মাধ্যমে ভারতের ৯০ বিএসএফ ব্যাটালিয়নের গীতালদহ ক্যাম্পকে জানানো হলে বিএসএফ মৃতের পরিচয় শনাক্ত করে বিজিবিকে জানায়। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপরই বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে ওসি জানান।

বিএসএফের পাঠানো বার্তার বরাত দিয়ে শাহা আলম জানান, নিহত ব্যক্তি আনারুল মিয়া তিন দিন আগে ভারতের সীমান্ত এলাকায় গরু চরাতে গিয়ে নিখোঁজ হন।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago