নরসিংদীতে নারীকে হেনস্তার প্রতিবাদ নারীদের

২০ জনের দলটি আজ নরসিংদী স্টেশন পরিদর্শনে যান। ছবি: সংগৃহীত

নরসিংদীতে পোশাক নিয়ে নারীকে হেনস্তার ঘটনার প্রতিবাদে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ২০ জনের একটি দল।

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে তারা নরসিংদী স্টেশনে যান বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন অগ্নি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি তৃষিয়া নাশতারান।

তিনি বলেন, 'গত ১৮ মে নরসিংদী স্টেশনে একজন নারী পোশাকের কারণে কুৎসিত আক্রমণ ও সহিংসতার শিকার হন। আমরা তার পাশে দাঁড়াতে চেয়েছি। তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিক্রিয়া হিসেবে আজ আমরা ২০ জন গেয়েছিলাম নরসিংদী স্টেশনে৷ আমরা জায়গাটা ও সেখানকার মানুষগুলোকে দেখতে গেছি, তাদের সঙ্গে মানবিক যোগাযোগ স্থাপন করতে গিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে জনপরিসরে শরীর ও পোশাকের স্বাধীনতার জায়গা রিক্লেইম করা। আমাদের বৈচিত্র‍্যময় শারীরিক উপস্থিতিই আমাদের বক্তব্য।'

আপনারা কোন সংগঠনের সদস্য, জানতে চাইলে তৃষিয়া বলেন, 'এখানে আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। আজকের প্রতিবাদটিতে যারা অংশগ্রহণ করেছেন, তারা অগ্নি ফাউন্ডেশনের নারীবাদী গ্রাসরুটস অর্গানাইজিং প্ল্যাটফর্ম মেয়ে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত। অগ্নিযাত্রা অগ্নি আমাদের স্টোরিটেলিং প্রকল্প। আমাদের ঢাকা-নরসিংদী যাত্রা সেটারই একটা অংশ।'

আজ যে ২০ জন সেখানে গিয়েছিলেন, তারা হলেন—তৃষিয়া, সুরভী, এ্যানি, আনোয়ার, অর্ণব, নুভা, মম, অপরাজিতা, সামিহা, সানজানা, স্মিতা, লক্ষ্মী, অন্তরা, মিশু, প্রমি, জিসা, নিশা, বিজু, ইফফাত, নীল। 'পরিচয়ে আমরা মানুষ, নারীবাদী, শিল্পী, সংগঠক, নাট্যকর্মী, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী, গবেষক, উন্নয়নকর্মী, প্রকৌশলী এবং আরও অনেককিছু', যোগ করেন তিনি।

নরসিংদী স্টেশনের যাওয়ার অভিজ্ঞতা বিষয়ে তৃষিয়া বলেন, 'জায়গাটা দেখলাম। মানুষগুলোকে শুনলাম। আজ রাত ১১টায় মেয়ে নেটওয়ার্কের ফেসবুক পেজে আমরা লাইভ আলোচনা করব আজকের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ নিয়ে। সেখানে বিস্তারিত জানতে পারবেন।'

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

2h ago