নাটোরে এমপি শিমুলের সঙ্গে প্রকাশ্যে ওয়ারেন্টের আসামি

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে বিভিন্ন মামলায় ওয়ারেন্টের আসামি এবং জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে প্রকাশ্যে দেখা গেছে। আজ শনিবার সকালে গণটিকা দেওয়ার অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুলের সঙ্গে এহিয়াকে দেখা যায়।
বামে সাদা পাঞ্জাবি ও সোনালি ফ্রেমের চশমা পরা ওয়ারেন্টের আসামি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া ও ডানে জলপাই রঙের পাঞ্জাবি পরা সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ছবি: স্টার

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে বিভিন্ন মামলায় ওয়ারেন্টের আসামি এবং জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে প্রকাশ্যে দেখা গেছে। আজ শনিবার সকালে গণটিকা দেওয়ার অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুলের সঙ্গে এহিয়াকে দেখা যায়।

যোগাযোগ করা হলে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাশিরুর রহমানের বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট (এনআই) অনুযায়ী চারটি ওয়ারেন্ট রয়েছে। এসব মামলার সবগুলোই ঢাকার। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে।'

বিষয়টি সবার নজরে এলে এ নিয়ে নানা মহলে আলাপ আলোচনা চলছে। জেলা আওয়ামী লীগের আন্তঃদলীয় প্রতিপক্ষরা এসব নিয়ে ক্ষোভ জানাচ্ছেন।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'বাশিরুর রহমান এহিয়ার নামে ওয়ারেন্ট আছে, এটি আমি জানতাম না। আমি বিষয়টি জানার পর সিদ্ধান্ত নিয়েছি তাকে আদালতে আত্মসমর্পণ করাবো।'

জানতে চাইলে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম শিমুল বলেন, 'নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি যদি একজন আইন প্রণেতার সঙ্গে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তাহলে আইনের শাসন থাকে না।'

Comments

The Daily Star  | English

Govt schools to be shut from tomorrow till April 27 due to heatwave

The government has decided to keep all public primary schools closed from April 21 to April 28 due to the severe heatwave sweeping the country.

7m ago