নাটোরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নাটোরে পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার নাটোরের বাগাতিপাড়া ও বড়াইগ্রামে ঘটনা দুটি ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।
তারা জানান, আজ সকালে বাগাতিপাড়া উপজেলার জামনগরে করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে বজ্রপাতের ঘটনা ঘটে। সেসময় ঘটনাস্থলেই আশিক হাসান (২০) নামে স্থানীয় এক রাজমিস্ত্রির মৃত্যু হয়। তিনি করমদোষী এলাকার সিহাব উদ্দিনের ছেলে। একই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে সকাল ১০টায় বড়াইগ্রামে খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সলিম উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি বনপাড়া পৌরসভার চকনটাবাড়ি গ্রামের নইমুদ্দিন প্রামাণিকের ছেলে।
Comments