নারায়ণগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে উপজেলার জামপুর এলাকার তালতলা-বরপা সড়কের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'রাস্তার পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে মরদেহটি উদ্ধার করে। ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। স্থানীয়দের কেউ তাকে চিরতে পারেনি।'
তিনি আরও বলেন, 'ধারণা করা হচ্ছে, অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে এখানে মরদেহ ফেলে গেছে। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
Comments