নারায়ণগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সদর উপজেলায় তানিয়া আক্তার (২২) নামে নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

আজ বুধবার ভোররাত সাড়ে ১২টায় উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নতুন আইলপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত তানিয়া আক্তার বরগুনা আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। তিনি ২ বোনকে নিয়ে সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় থেকে গৃহপরিচারিকার কাজ করতেন।

এলাকাবাসী দ্য ডেইলি স্টারকে জানান, 'রাতে রক্তাক্ত অবস্থায় নারীর মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। ওই নারীর গলায় জখমের চিহ্ন আছে।'

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'নারীর গলায় ধারালো ছুরির আঘাতের চিহ্ন আছে। কে বা কারা, কেন হত্যা করেছে তা জানা যায়নি।'

'ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এ বিষয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

July uprising: The wounds that are yet to heal, one year on

Fifteen-year-old Shahin's life was forever changed -- not by illness or accident, but by a bullet that tore through his leg during a rally on August 5, 2024.

15h ago