নারায়ণগঞ্জে বাসে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাসে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতের এই ঘটনায় আজ দুপুরে ওই তরুণী তিন জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন। সেই মামলায় তিন জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাস চালক নুরুল হক (২১)। অন্য দুই জন অপ্রাপ্তবয়স্ক। বাস চালক নুরুলের বাড়ি কিশোরগঞ্জ মশিরা এলাকায়।

ওই কিশোরী থানায় অভিযোগে বলেন, তিনি রোববার রাতে যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের উদ্দেশে 'মুক্তিযোদ্ধা পরিবহন' নামের একটি বাসে উঠেছিলেন। চিটাগাং রোড এলাকায় বাসের অন্য যাত্রীরা নেমে যান। বাসটি বন্দর উপজেলার মদনপুর এলাকায় আসলে বাসের চালক, কনডাক্টর ও হেলপার তাকে পালাক্রমে ধর্ষণ করে। কৌশলে বাস থেকে নেমে '৯৯৯' নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পেয়ে তিন জনকে আটক করা হয়েছে। ওই নারী তিন জনকে আসামি করে থানায় মামলা করেছেন। চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

তিনি বলেন, আটক তিন জনের মধ্যে দুই জন কিশোর। চালক নুরুল হককে সাত দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

Comments