নিউমার্কেট-ঢাকা কলেজ এলাকায় দোকান খোলেনি, বৃষ্টিতেও শিক্ষার্থীদের মিছিল

রাজধানীর নিউমার্কেট এলাকায় আজ সকাল থেকে পরিস্থিতি শান্ত আছে তবে কোনো দোকান খোলেননি ব্যবসায়ীরা। সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।
আজ বুধবার সকাল থেকে বন্ধ আছে নিউমার্কেট এলাকার সব দোকান। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ছবি: স্টার

রাজধানীর নিউমার্কেট এলাকায় আজ সকাল থেকে পরিস্থিতি শান্ত আছে তবে কোনো দোকান খোলেননি ব্যবসায়ীরা। সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।

সকাল ১০টার দিকে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, দোকানদাররা দোকানের সামনে অবস্থান নিয়েছেন।

নূরজাহান মার্কেটের সামনে দোকানদারদের অবস্থান। ছবি: স্টার

গ্লোব শপিং সেন্টার ও নূরজাহান মার্কেটের সামনে হাজারখানের দোকানদার ও ব্যবসায়ী অবস্থান নিলে এসময় পুলিশ তাদের সরিয়ে দেয়। 

দোকানদাররা বলেন, ঈদের আগে দোকান বন্ধ রাখা বড় ক্ষতি। তারপরও গেল দুই দিনের সংঘর্ষের ঘটনায় আজ সকাল থেকে দোকান বন্ধ রেখেছেন তারা। 

গতকালকের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাখেন তারা। 

নূরজাহান মার্কেটের একজন দোকানকর্মী দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল সংঘর্ষ শুরুর পর দুপুর ১টা পর্যন্ত পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। যদি তারা সময়মতো আসত তবে পরিস্থিতি এতো জটিল হতো না।

নিউমার্কেট এলাকায় মোতায়েন আছে পুলিশ। ছবি: স্টার

এদিকে গতকালের দিনভর বিক্ষোভ, সংঘর্ষের পর আজ বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে মিছিল বের করে ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। এসময় মিছিলটি নিয়ে তারা ঢাকা কলেজ পর্যন্ত আসে।

এসময় তারা মিছিল থেকে নিউমার্কেট এলাকার দোকানদার, ব্যবসায়ী ও পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেয়। পরে মিছিলটি নিয়ে ঢাকা কলেজে যায় এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এরপরই তারা নিজেদের কলেজের দিকে ফিরে যায়। 

গত সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চলে সংঘর্ষ। এরপর গতকাল মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ  শুরু হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের, দফায় দফায় চলে সংঘর্ষ। দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। সংঘর্ষে  শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৬০ জন আহত হয়। গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেলিভারিম্যান নাহিদ হাসান (১৮)।

Comments

The Daily Star  | English

Desire for mobile data trumps all else

As one strolls along Green Road or ventures into the depths of Karwan Bazar, he or she may come across a raucous circle formed by labourers, rickshaw-pullers, and street vendors.

15h ago