নিউমার্কেট ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষ, রাজধানীতে তীব্র যানজট

রাজধানীর মিরপুর সড়কে তীব্র যানজট। ছবি: প্রবীর দাশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুনরায় সংঘর্ষ শুরু হলে সায়েন্স ল্যাবরেটরি ও নিউমার্কেট এলাকার মধ্যে যানবাহনের দীর্ঘ লাইনে আটকে পড়েন যাত্রীরা।

আমিনবাজার এলাকার চিত্র। ছবি: পলাশ খান

দ্য ডেইলি স্টারের ফটোসাংবাদিক প্রবীর দাশ জানান, যানজট কল্যাণপুর, গাবতলীসহ আরও অনেক এলাকায় দেখা গেছে।

এর আগে গতকাল রাতে ঢাকা নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়।

বছরে ১০৫৯ কোটি টাকা ঘুষ দেন বাসমালিকরা
রাজধানীর সড়কে যানজট। স্টার ফাইল ফটো

একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, তিনি ধানমন্ডির বাসা থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউতে অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তীব্র যানজটের কারণে আসাদ গেট থেকে নেমে হেঁটে অফিসে যান তিনি।।

সকাল থেকে ঈদের কেনাকাটার জন্য অনেকে নিউমার্কেট এলাকায় গেলে সংঘর্ষের কারণে তারা সড়কে আটকা পড়েন।

 

Comments