নির্বাচন দেখতে রাশিয়ার পথে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা স্টেট ডুমার (ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ) ফেডারেল অ্যাসেম্বলি নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে সাত দিনের সরকারি সফরে দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কে এম নূরুল হুদা।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিইসি'র একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম তার সঙ্গে থাকবেন।
অষ্টম সমাবর্তনের রাশিয়ান ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির স্টেট ডুমার নির্বাচন আগামী ১৭-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি দলটি আগামী ২২ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে।
কর্মকর্তারা জানিয়েছেন, আয়োজকরা থাকার ব্যবস্থা করবে ও আতিথেয়তা দেবে। অন্যদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন আন্তর্জাতিক বিমান ভাড়া এবং অন্যান্য ব্যয় বহন করবে।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, কে এম নূরুল হুদার অনুপস্থিতিতে ইসি মাহবুব তালুকদার সিইসি'র দায়িত্বে থাকবেন।
বর্তমান ইসির মেয়াদ ২০২২ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি। কার্যকাল শুরু করে।
Comments