‘আচরণবিধি লঙ্ঘনই শাস্তিযোগ্য অপরাধ’

Bodiul
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য পরিষ্কার না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করেছেন কিন্তু শাস্তিযোগ্য অপরাধ নয়—সিইসি নূরুল হুদার এমন বক্তব্যের জবাবে সুজন সম্পাদক বলেন, আচরণবিধি লঙ্ঘনই তো শাস্তিযোগ্য অপরাধ। সিইসির বক্তব্য আমাদের কাছে বোধগম্য নয়।

একজন প্রার্থী তার কর্মী–সমর্থকদের হয়রানি কথা বলেছেন, এটা বন্ধ হওয়া দরকার। আমাদের দেখেছি নিয়ন্ত্রিত নির্বাচন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন যোগসাজশে নিয়ন্ত্রিত নির্বাচন করা হয়েছে। খুলনা সিটি নির্বাচন, আমরা গাজীপুরে দেখেছি অন্যতম প্রতিফলন। কোনো কোনো প্রার্থীর নির্বাচনী এজেন্টদের আমরা দেখেছি জেলখানায় অন্তরীণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Primary schoolgirls most targeted in sexual violence: Mahila Parishad report

Children and young women face threats even within family and school circles, says the report

1h ago