আমরা ভোটের মাঠে থাকবো: তৈমূর

তৈমূর আলম খন্দকার। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের সাড়া নিয়ে আশাবাদী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, গণজোয়ার আমার পক্ষে আছে। সেটা শেষ পর্যন্ত থাকবে। জনগণ ভোট দিতে আসবে, আমরা ভোটের মাঠে থাকবো।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের দিগুবাবু বাজারে নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তৈমূর বলেন, আমরা ইউনাইটেড কিন্তু সরকারি দল ডিভাইডেড। আওয়ামী লীগের যারা সরকারি দলের পক্ষে যাচ্ছে না তাদের কমিটি ভেঙে দিচ্ছে। তাদেরকে হয়রানি করা হচ্ছে। তাদের ধমক দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের পক্ষ থেকে কোনো সহিংসতার আশঙ্কা করছি না। পুলিশি অ্যাকশনটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে মনে হচ্ছে। এ জন্য আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনার হস্তক্ষেপ কামনা করছি। পুলিশি অ্যাকশন থাকলে লেভেল প্লেইং ফিল্ড কেমন করে থাকবে! লেভেল প্লেইং ফিল্ড নেই।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago