কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ২ বিএনপি নেতা ও আ. লীগের ১ প্রার্থী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রভাবে বিএনপির ২ নেতা এবং আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রভাবে বিএনপির ২ নেতা এবং আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত এই ৩ জনসহ মোট ৫ জন মেয়রপ্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আসহান বাবুল।

আজ সকাল ১১টায় কুমিল্লা সিটির ২ বারের নির্বাচিত মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়ন জমা দেন তার ছোট ভাই অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু।

সাক্কুর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে রিংকু জানান, আজ কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সব নেতা-কর্মী সকাল থেকেই তার সঙ্গে দেখা করতে আসছেন বিধায় তার সাক্কুর পক্ষে তিনি মনোনয়ন জমা দিতে এসেছেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়ছার।

মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, 'মনিরুল হক সাক্কু কৌশলগত আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী। আমি বিএনপির নেতাকর্মীদের মনোনীত প্রার্থী। কুমিল্লার মানুষের ভালোবাসা নিয়ে আমি নির্বাচন করছি। আশা করি আমি এ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবো।'

দুপুর দেড়টায় মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।

তিনি বলেন, 'আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে জয়ের বিষয়ে আমি আশাবাদী। কুমিল্লা আওয়ামী লীগ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।'

নির্বাচনের তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

মোট ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago