নাটোরের ২ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে নাটোরের বাগাতিপাড়া ও নাটোর পৌরসভায় আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে, সকালে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম দেখা যায়।
নাটোর পৌরসভার স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করছেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের সকালেই বের করে দেওয়া হয়েছে।
তবে এমন অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বলছে, এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা।
২টি পৌরসভায় এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
নাটোর সদর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিস জানায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৩ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছে।
নাটোর সদর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬৪ হাজার ২৩৪ জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পরে নির্বাচন হচ্ছে বাগাতিপাড়া পৌরসভায়। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৮৫ জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Comments