নির্বাচনী সহিংসতা: বগুড়ায় নিহত ১

বগুড়ার গাবতলী উপজেলায় রামেশ্বর পুর ইউপি নির্বাচনে ২ ইউপি সদস্যের প্রার্থীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহত জাকির হোসেন গাবতলী উপজেলার রামেশ্বর পুর গ্রামের লয়া মিয়ার ছেলে।
গাবতলী মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোট চলাকালীন জাইগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে জাইগুলী গ্রামে ২ ইউপি সদস্য সাইদুল ইসলাম এবং মিঠুর পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। নিহত জাকির সাইদুল ইসলামের সমর্থক ছিলেন। সংঘর্ষে জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, জাকির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পেটে ছুরিকাঘাতও করা হয়েছিল।
জাকির পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
Comments