‘ভোট দিলেও পাস, না দিলেও পাস’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উপনির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। অভিযোগ উঠেছে, নৌকার প্রার্থী ও সমর্থকরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তারা ভোটকেন্দ্র দখল করে নেবে— এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের।
স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলেছেন, 'আমরা আশঙ্কা করছি আগামীকাল দুপুর ২টা থেকে ৪টার মধ্যে ভোট কারচুপি হবে।'
শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) দ্য ডেইলি স্টারকে বলেন, 'জনগণ ভোটকেন্দ্রে যাবে, ভোট দেবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে বিজয়ী হবে তাকে আমরা মেনে নেব। তবে বেশি ঝুকিপূর্ণ রয়েছে পৌরসভা, সদর ইউনিয়ন, আশিদ্রোনসহ বেশ কয়েকটি কেন্দ্র। সেখানে কারচুপি হবে এমন তথ্য আমাদের কাছে আছে।'
তিনি আরও বলেন, 'নৌকার প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে সবকিছু করছেন আর বলছেন, আমরা তো এমনি পাস। ভোট দিলেও পাস, না দিলেও পাস।'
'যেকোনো মূল্যে কেন্দ্র দখল ও ভোট কারচুপি করে তিনি বিজয়ী হওয়ার চেষ্টা করছেন,' যোগ করেন তিনি।
আরও বলেন, 'গত সোমবার মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগগুলো তুলে ধরেছি। কিন্তু, কোনো প্রতিকার লক্ষ্য করছি না।'
উপনির্বাচনের অপর স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস) ডেইলি স্টারকে বলেন, 'শ্রীমঙ্গলের সব কেন্দ্রে বিজিবি মোতায়েন করা হোক। এ ছাড়া, চা-শ্রমিক ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে।'
তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি নৌকার প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সব ভোটকেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন। ভোটের আগের রাতে কেন্দ্র দখল করার পরিকল্পনা করছেন।
এ ছাড়া, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটের ফলাফল সুষ্ঠুভাবে ঘোষণার দাবিও জানান তিনি।
শ্রীমঙ্গল শহরের ভোটার সাজেন মিয়া ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রে যেতে ভয় দেখানো হয়েছে।'
নৌকার প্রার্থী ভানু লাল রায় সব অভিযোগ অস্বীকার করে ডেইলি স্টারকে বলেন, 'ভোটাররা আমার দিকে ঝুঁকছেন।'
মৌলভীবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'কারচুপি, কেন্দ্র দখলের কোনো সুযোগ নেই।'
তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব গত ২১ মে মারা গেলে পদটি শূন্য হয়। নির্বাচনে প্রার্থী ৪ জন। আওয়ামী লীগের ভানু লাল রায় (নৌকা), জাতীয় পার্টির মিজানুর রব (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও প্রেমসাগর হাজরা (আনারস)।
উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনে প্রায় ৮০০ পুলিশ থাকবে। তাদের সঙ্গে থাকবে ২ প্লাটুন বিজিবি। নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে যা করার আমরা তাই করবো।'
Comments