নিহত সেনা সদস্য হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

বান্দরবানের রুমায় অস্ত্রধারীদের সঙ্গে গুলিবিনিময়ের সময় নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালী শহরের বহালগাছিয়া এলাকায় নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বহালগাছিয়া যুবক হাউজিংয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে নিহতের সম্মানে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে হাবিবুর রহমানের মরদেহ পটুয়াখালী নিয়ে যাওয়া হয়।
বুধবার সাড়ে ১০টার দিকে রুমা জোন এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান এবং ৩ সন্ত্রাসী নিহত হয়।
এ ছাড়াও এ ঘটনায় সেনাবাহিনীর সৈনিক ফিরোজ আহত হন।
Comments