নোয়াখালীতে শনাক্তের হার ৩০.৯২ শতাংশ, মৃত্যু ১
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন।
৪৪৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল এসেছে। এতে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৯২ শতাংশ।
জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭০২ জনে। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৭০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় জেলার সুবর্ণচরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ।
এর মধ্যে, সদর উপজেলায় মারা যান ২৭ জন, সুবর্ণচরে চার জন, বেগমগঞ্জে ৫০ জন, সোনাইমুড়ীতে আট জন, চাটখিলে ১৩ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে চার জন এবং কবিরহাটে ১৯ জন।
আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।
ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, সুবর্ণচরে আট জন, বেগমগঞ্জে ২১ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিলে ১২ জন, সেনবাগে ১৪ জন, কোম্পানীগঞ্জে ২০ জন, কবিরহাটে আছেন ১৪ জন।
তিনি আরও জানান, সুস্থ হয়েছেন সাত হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৬৯ শতাংশ।
নোয়াখালীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ৯৮৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৪৫ জন ও আইসোলেশনে আছেন ১৭ জন।
Comments