পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা, তলা ফুটো হয়ে যায় ফেরি শাহ মখদুমের

পদ্মাসেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মূল পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
মাওয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবীর দ্য ডেইলি স্টারকে ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেরিটি যাত্রী ও যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে স্রোতের কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে।

ধাক্কায় ফেরিটির তলা ফুটো হয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, এটি গুরুতর কিছু না। কোন ক্ষয়ক্ষতিও হয়নি।
বিকাল থেকে ফেরিটি আবার নৌপথে স্বাভাবিক চলাচল করছে বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শিমুলিয়াঘাটে ফেরির একজন টিকেট বিক্রেতা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শাহ মখদুম ফেরিটি ২০-২৫টি যানবাহন নিয়ে দ্রুত গতিতে শিমুলিয়াঘাটের দিকে আসছিল। ফেরিটির একপাশ নিমজ্জিত ছিল। পরে, জানতে পারি ফেরিটির তলা ফুটো হয়ে গিয়েছিল।’
তবে এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম পদ্মাসেতুর সঙ্গে ফেরির ধাক্কা লাগার বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, ‘মাদারীপুরের বাংলাবাজার ঘাটে অবস্থানকালে পল্টুনের সাথে ফেরিটির ধাক্কা লাগে। এতে এর তলা ফুটো হয়েছিল।’
এ বিষয়ে পদ্মাসেতুর একাধিক প্রকৌশলীর সঙ্গে কথা বললে তারা এ ব্যাপারে অবগত নয় বলে জানান।
Comments