পদ্মায় ধরা পড়ল ২৫ কেজি ওজনের বাগাড় মাছ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ।
আজ রোববার সকাল ৮টার দিকে পদ্মা নদীর মানিকগঞ্জের বাল্লা এলাকায় জেলে রঞ্জিত হালদারের জালে এ মাছটি ধরা পড়ে।
জেলে রঞ্জিত হালদার জানান, প্রতিদিনের মতো শনিবারও তিনি সারারাত তিনি পদ্মা নদীতে জাল ফেলে মাছ ধরতে যান। কিন্তু সারারাত কোনো মাছের দেখা পাননি। অবশেষে সকাল ৮টার দিকে ওই বাগাড় মাছটি ধরা পড়ে তার জালে।
পরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
মাছটি বিক্রি করে খুশি মানিকগঞ্জের বাল্লা এলাকায় জেলে রঞ্জিত হালদার। তিনি বলেন, 'সারারাত ধরে কোনো মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম। সকালে বাগাড় মাছটি ধরে এবং বেশি দামে বিক্রি করতে পেরে আমার সব কষ্ট, দুঃখ কেটে গেছে।'
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মৎস্য ব্যবসায়ী শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। বাগাড় মাছটি ১১'শ টাকা কেজি দরে কিনে এনেছি। আমার আশা, এ মাছ বিক্রি করে ভালো লাভ করতে পারবো।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, 'প্রতি বছর এই সময় পদ্মা নদীর পানি কমে যাওয়ায় কিছু বড় বড় মাছ ধরা পড়ে। কিন্তু বড় বড় মাছগুলো আমাদের রক্ষা করা উচিত। এ বড় মাছগুলো যদি আমরা টিকিয়ে রাখতে না পারি তাহলে আমাদের আগামি প্রজন্ম দেশি বড় মাছ থেকে বঞ্চিত হবে।'
'এ মাছগুলো রক্ষা করার জন্য মাছের অভয়াশ্রম করা জরুরি। এ লক্ষ্যে মানিকগঞ্জে একটি ও রাজবাড়ীর অংশে দুটি অভয়াশ্রম করার কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে,' বলেন তিনি।
Comments