পদ্মা সেতুতে জয়-পুতুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি

পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা। 
পদ্মা সেতুতে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফিতে হাসছেন মা শেখ হাসিনা। ছবি: সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক থেকে নেওয়া

পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা। 

আজ সোমবার সকাল ৮টার দিকে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন তারা। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর সেতুতে উঠে। এরপর সেতুর মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় কাটান শেখ হাসিনা। এসময় সেখানে তারা ছবিও তোলেন।

পদ্মা সেতুতে তোলা তেমনই একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়। এতে দেখা যাচ্ছে, ছেলে ও মেয়ের সঙ্গে হাসিমুখে সেলফি তুলছেন মা শেখ হাসিনা।

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে জাজিরা প্রান্ত থেকে আকাশপথে হেলিকপ্টারে করে ফেরেন তিনি।

Comments