পদ্মা সেতুর টোল প্লাজায় যান চলাচল স্বাভাবিক

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।
গাড়ির চাপ কমে আসায় আজ শুক্রবার বিকেল ৪টায় এ চিত্র দেখা গেছে। বর্তমানে যেসব গাড়ি পদ্মা সেতু টোল প্লাজায় আসছে, এসব অপেক্ষা ছাড়াই সেতুতে প্রবেশ করতে পারছে।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জয়ন্ত পোদ্দার এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টা থেকে স্বাভাবিক আছে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহন চলাচল। ধীরগতি নেই, অপেক্ষাও নেই।
এর আগে, সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে প্রায় ৪ কিলোমিটার গাড়ির সারি তৈরি হয়। এ কারণে সেসময় সড়কে ধীরগতিতে চলে যানবাহন।
Comments