পদ্মা সেতু উদ্বোধনের দিন ৩ সেতুর টোল মওকুফ

পদ্মা সেতু উদ্বোধনের দিন যানজট এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ৩টি সেতুর টোল আদায় করবে না কর্তৃপক্ষ। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৪ দিনে পদ্মা সেতুর ২৯৬টি ল্যাম্পপোস্টে সফলভাবে পরীক্ষামূলক বাতি জ্বলছে। ছবি: সাজ্জাদ হোসাইন

পদ্মা সেতু উদ্বোধনের দিন যানজট এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ৩টি সেতুর টোল আদায় করবে না কর্তৃপক্ষ। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে, অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতুর উদ্বোধনের দিন কেবল ২৫ জুনের জন্য অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আরিয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিকভাবে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক নামে পরিচিত।

Comments