‘খালেদা জিয়াকে জিজ্ঞেস করি, আসুন দেখে যান, পদ্মা সেতু নির্মাণ করেছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে জিজ্ঞেস করি, আসুন দেখে যান, আমরা পদ্মা সেতু নির্মাণ করে ফেলেছি।

আজ শনিবার বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন শেষে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশের মানুষ ভোট দিয়েছেন, নির্বাচিত হয়েছি। তারপর বাংলাদেশের মানুষের স্বপ্নপূরণে কাজ করছি।'

তিনি বলেন, 'অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।'

শেখ হাসিনা বলেন, 'আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি।'

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা মাত্র সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন। জাতির পিতা এ দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। জাতির পিতা মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন।'

 

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

1h ago