পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া যুবকের জামিন আবেদন নাকচ
পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খোলার ঘটনায় দায়ের মামলার আসামি বায়েজিদ তালহার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম বায়েজিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, ৭ দিনের রিমান্ড শেষে গতকাল বায়েজিদ তালহাকে আদালতে হাজিরা করা হয়।
আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'ইতোমধ্যে বায়েজিদের ৭ দিনের রিমান্ড শেষ হয়েছে। তারই ধারাবাহিকতায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বায়েজিদের জামিন শুনানি হয়। কিন্তু, আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।'
তিনি আরও বলেন, 'আমরা উচ্চ আদালতে (জেলা জজ) মিস পিটিশন দায়ের করব।'
উল্লেখ্য, গত ২৭ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে বায়েজিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুজ্জামান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে বায়েজিদের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলতে দেখা যায়। পরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহাকে আটক করে সিআইডি।
আটকের পর পুলিশ বাদী হয়ে বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু (দক্ষিণ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। মামলায় বায়েজিদ ও তার এক বন্ধুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
Comments