পদ্মা সেতু উদ্বোধন: সমাবেশস্থলে প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধন করতে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সুধী সমাবেশের মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধন করতে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সুধী সমাবেশের মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ১০টা ৩ মিনিটে তিনি মঞ্চে পৌঁছান।

সেসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বহুল প্রত্যাশিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ইতোমধ্যে শুরু হয়েছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সকাল ১০টা ১৪ মিনিটে সূচনা বক্তব্য শুরু করেন মন্ত্রিপরিষদ সচিব। এর আগে ১০টা ১০ মিনিটে একটি থিম সংগীত পরিবেশন করা হয়। সেতু প্রকল্প কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেই সংগীতটি নির্মাণ করেছে। সংগীতটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎসহ দেশবরেণ্য সংগীতশিল্পীরা।

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

33m ago