প্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ১৫ হাজার ২০০ যান চলাচল

ছবি: স্টার

জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর পদ্মা সেতু চালুর প্রথম ৮ ঘণ্টায় চলাচল করেছে মোট ১৫ হাজার ২০০ যানবাহন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫ হাজার ২০০ যানবাহন সেতু পার হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই টোল দিয়ে সেতু পার হন তিনি। তবে সাধারণ যানবাহনের জন্য আজ সকাল ৬টা থেকে সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।

পূর্বাভাস ছিল, চলতি বছর প্রতিদিন পদ্মা সেতু দিয়ে ২৩ হাজার ৯৫৪টি যানবাহন চলাচল করবে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago