পরমাণু প্রকৌশলী ড. মুহাম্মদ আহসান মারা গেছেন

প্রখ্যাত পরমাণু প্রকৌশলী ড. মুহাম্মদ আহসান আর নেই। তিনি গত ১৫ আগস্ট ৮১ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।
পেশায় পরমাণু প্রকৌশলী ও রিঅ্যাক্টর ফিজিসিস্ট ড. আহসান তৎকালীন পাকিস্তান পরমাণু শক্তি কমিশন ও পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত ছিলেন। তিনি এই কমিশনের সদস্য হিসেবে অবসর নেন।
তিনি একজন স্বনামধন্য রোটারিয়ান ছিলেন এবং 'দ্য হলি কোরআন ভার্সেস মুসলিমস অব টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি' বইয়ের লেখক।
Comments