পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন উদ্ধার
রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমনা বিভাগের ধানমন্ডি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরিকল্পনামন্ত্রীর চুরি যাওয়া মোবাইল ফোনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল রোববার থেকে ধারাবাহিক অভিযানে রাজধানীর কয়েকটি এলাকা থেকে মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ সোহাগ ওরফে আরিফ এবং মো. জীবনকে গ্রেপ্তার করা হয়েছে। সেসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, বিভিন্ন মডেলের ১০টি ফোন সেট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধানমন্ডি থানার একটি মামলার ভিকটিম গত ১২ জুলাই বিকেল ৪টা ৫০ মিনিটে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। সেই মামলার তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মো. সগির ও মো. সুমন মিয়াকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
তাদের তথ্যের ভিত্তিতে অপর আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে মামলার বাদীর মোবাইল ফোনসহ পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ১ জুন রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়ে ছিল।
Comments