পশুর নদীতে সারবোঝাই জাহাজডুবি

বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর চ্যানেলের পশুর নদীতে এমভি দেশবন্ধু নামের একটি সারবোঝাই জাহাজ ডুবে গেছে।
আজ শুক্রবার সকালে জাহাজটি ৮৫০ মেট্রিক টন ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকরউদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, জাহাজটি আজ সকালে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া-১৪ থেকে সার লোড করার পর যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুরে এটি নদীর চিলা ও কানাইমারী এলাকার মধ্যবর্তী একটি ডুবো চরে আটকে যায়। পরে জোয়ারের সময় ডুবে যায়।
জাহাজে থাকা নাবিক ও শ্রমিকরা নিরাপদে তীরে পৌঁছাতে পেরেছেন।
ফকরউদ্দিন বলেন, 'পণ্যবাহী জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে বলে জানতে পেরেছি। ফলে সব ধরনের জাহাজ চলাচল স্বাভাবিক আছে। আমরা জাহাজটির মালিকের সঙ্গে যোগাযোগ করেছি।'
Comments