পাখির চোখে ‘বেহুলার বাসর ঘর’

আকাশে উড়তে থাকা পাখি বুঝি এভাবেই দেখতে পায় বেহুলার বাসর ঘর। স্থানীয়দের কাছে বেহুলার বাসর ঘর নামে পরিচিত হলেও এর দাপ্তরিক নাম 'গোকুল মেধ'।
১৯৩৪-৩৬ সালে বগুড়ার গোকুল গ্রামে খনন করে বের করা হয় এই প্রত্নতাত্ত্বিক স্থানটি। খননের ফলে ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে নির্মিত একটি বিশাল বৌদ্ধ মন্দিরের ভিত্তি উন্মোচিত হয়। যেখানে পূর্বের ধ্বংসাবশেষের ওপর আরেকটি মন্দির নির্মিত হয়েছিল।

বগুড়ার মহাস্থানগড় থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে বেহুলার বাসর ঘর দেখতে দেশ-বিদেশের মানুষ ভিড় করেন। তবে, দেশে করোনা মহামারি আঘাত করার পর এখানে দর্শনার্থীর সংখ্যা কমে যায়।

সম্প্রতি ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের বগুড়া সংবাদদাতা মোস্তাফা সবুজ।
Comments