পাটুরিয়া-আরিচা ঘাটে আজও ভিড়

পাটুরিয়া ঘাট। ২ আগস্ট ২০২১। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে রয়েছে ঢাকামুখী মানুষ ও যানবাহনের ভিড়।

আজ সোমবার দুপুর দেড়টায় এ দৃশ্য দেখা গেছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিতে পদ্মা ও যমুনা পাড়ি দিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে আসছেন দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১টি জেলার কর্মস্থলমুখী মানুষ।

সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে পদ্মা পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে আসার পর মানুষ খোলা ট্রাক, পিকআপ ভ্যান, মোটর সাইকেল, রিকশা, ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি-চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন।

একইভাবে, পাবনার কাজিরহাট থেকে ফেরিতে যমুনা পাড়ি দিয়ে আরিচা ঘাটে এসে নানা উপায়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকায় ফিরছেন মানুষ।

সেসময় পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের ঘাটে ও মহাসড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

পাটুরিয়া ঘাটে অপেক্ষমাণ ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার রহিমা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি সাভারের একটি পোশাক কারখানায় কাজ করি। কারখানা থেকে ফোন দিয়েছে। তাই সেখানে যাচ্ছি। পাটুরিয়া ঘাটে গাড়ি জন্য দাঁড়িয়ে আছি। ভাড়া বেশি চায়।'

আরিচা ঘাটে পাবনার আবুল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আমি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করি। ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। হঠাৎ কারখানা চালু হওয়ায় বিপদে পড়েছি। অনেক কষ্ট করে অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে ফিরতে হচ্ছে।'

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি পণ্যবাহী পরিবহন, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টির মধ্যে ১৪টি ফেরি চালু রাখা হয়েছে। এছাড়া, আরিচা-কাজিরহাট নৌপথে চালু রয়েছে তিনটি ফেরি।'

'যাত্রী ও ব্যক্তিগত গাড়ির  কিছুটা চাপ রয়েছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এ কারণে ফেরিতে জরুরি পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও যাত্রীরা জোর করেই ওঠে পড়ছেন।'

Comments

The Daily Star  | English
taka weakens against us dollar in Bangladesh

Currency paradox: Why is Bangladesh Bank buying dollars? 

Taka gains spark BB intervention, foiling further dollar decline

1h ago