পাটুরিয়ায় গাড়ির চাপ, ফাঁকা আরিচা

সরকারের গণপরিবহন চালুর সিদ্ধান্তে আজ থেকে সড়ক-মহাসড়ক ও নৌপথে সব ধরণের যানবাহনের চাপ বেড়েছে। আজ বুধবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গাড়ীর কিছুটা চাপ থাকলেও, আরিচা-কাজিরহাট নৌপথে নেই যাত্রী বা গাড়ীর চাপ।
দুপুরে সরেজমিনে পাটুরিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে আসা গাড়ী ও যাত্রী তেমন কোনো ভোগান্তি ছাড়াই ঢাকার দিকে যেতে পারছেন।
তবে, ঘাটে অন্তত ৫০টি বাস, ৭০টি ছোট গাড়ির পাশাপাশি দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
অন্যদিকে, পাবনার কাজিরহাট থেকে ফেরিতে যমুনা নদী পাড়ি দিয়ে আরিচা ঘাটে আসা যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে ঢাকার দিকে যেতে পারছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গনপরিবহনের চাপ কিছুটা কমে গেলে, আটকে থাকা পড়া ট্রাকগুলো ছাড়া হবে।
তিনি বলেন, 'শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায়, ওই রুটের পণ্যবাহী ট্রাকগুলো পাটুরিয়া-দৌলতদিয়া হয়ে ঢাকায় ঢুকছে। এতে আজ সকাল থেকে পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়ে গেছে। এ কারণে, ঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।'
'তবে, ছোট-বড় ১৪টি ফেরি সচল থাকায় ফেরি পারাপারে কোনো সমস্যা হচ্ছে না,' যোগ করেন তিনি।
Comments