পাবনায় ৭ ভাষাসংগ্রামীকে সম্মাননা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনার ৭ ভাষাসৈনিককে সম্মাননা দিয়েছে পাবনা জেলা প্রশাসন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনার ৭ ভাষাসৈনিককে সম্মাননা দিয়েছে পাবনা জেলা প্রশাসন। 

সোমবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ভাষাসংগ্রামী রণেশ মৈত্র, আমিনুল ইসলাম বাদশা, কমরেড প্রসাদ রায়, আনোয়ারুল হক, রওশন জান চৌধুরী, দেওয়ান লুতফর রহমান, অধ্যাপক ফখরুল ইসলামকে সন্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে একমাত্র ভাষাসৈনিক রণেশ মৈত্র জীবিত আছেন। অন্য ভাষাসৈনিকদের পরিবারের সদস্যরা সম্মাননার ক্রেস্ট গ্রহণ করেন।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এসময় বক্তব্য রাখেন ভাষাসৈনিক রণেশ মৈত্রসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ১৯৪৮ থেকে ৫২ সাল পর্যন্ত পাবনার ছাত্রনেতারা রাষ্ট্রভাষা আন্দোলনে ধারাবাহিক অবদান রাখেন।

ভাষাসৈনিক রণেশ মৈত্র স্থানীয় পর্যায়ের ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণের দাবি জানিয়ে বলেন, পাবনায় ভাষা আন্দোলনে আমার সহযোদ্ধারা কেউই আর বেঁচে নেই। তবে স্থানীয় পর্যায়ের ভাষা সংগ্রামীদের সরকার সম্মাননা দিলেও, তাদের অবদান ইতিহাসে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। আগামী প্রজন্মের কাছে এ গৌরব গাঁথা তুলে ধরার দাবি জানান তিনি।

Comments