পায়রা সেতুর উদ্বোধন ২৪ অক্টোবর

পায়রা সেতু। ছবি: টিটু দাস/স্টার

অবশেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে বরিশাল বিভাগের সবচেয়ে বড় সেতু পায়রা সেতু। আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন সড়ক বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্টরা।

পায়রা সেতুর প্রকল্প পরিচালক মো. হালিম জানান, আজই মন্ত্রণালয় থেকে উদ্বোধনের তারিখ চূড়ান্তের খবর এসেছে। ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

তিনি আরও জানান, বর্তমানে সেতুর অবকাঠামো নির্মাণ কাজ, সৌন্দর্যবর্ধন এবং রংয়ের কাজ শেষ হয়েছে। দৃষ্টিনন্দন সেতুটি দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমান।

পায়রা সেতু নির্মাণ প্রকল্প সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীর পায়রা নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল জানান, স্বপ্নের পদ্মা ও পায়রা সেতুতে পুরোপুরি যানবাহন চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। একইসঙ্গে এসব অঞ্চলের সঙ্গে গড়ে উঠবে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীক সম্পর্ক।

Comments

The Daily Star  | English

UP chairmen’s absence: People suffer amid service disruptions

The situation worsened after the launch of "Operation Devil Hunt" in early February

10h ago