পুরান ঢাকার সূত্রাপুরে হেলে পড়েছে ৬ তলা ভবন

পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন কুলুটোলা এলাকার একটি ছয়তলা ভবন হেলে পড়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বাবুল মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝুঁকিপূর্ণ ভবনটির অবস্থান সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৯ মিনিটে তাদের কাছে ভবনটি হেলে পড়ার খবর আসে। এরপরই দুটি ইউনিট সেখানে পৌঁছে অন্যান্য সংস্থার সহায়তায় ভবনটি খালি করে।
ভবনটি খালি করে রাত ১০টার দিকে সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভবন হেলে পড়ার খবর পেয়ে সূত্রাপুর থানার পুলিশ, ঢাকা জেলা প্রশাসক প্রতিনিধি, রাজউক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন।'
Comments