বাংলাদেশ

প্রতিমন্ত্রী মুরাদকে আগামীকালের মধ্যে পদত্যাগের নির্দেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।
ডা. মো. মুরাদ হাসান। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার রাতে সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, 'আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।'

'আমি রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই,' যোগ করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশনা দেওয়া হলো।

Comments

The Daily Star  | English

A step-by-step guide on exactly how plastic destroys the environment

Plastic, once hailed as a remarkable innovation, has become an environmental nightmare.

10h ago