ফাগুন লেগেছে বনে বনে

বসন্তকে অভ্যর্থনা জানাতে প্রকৃতির প্রস্তুতি পর্ব শেষ হয়েছে। ছবি: শেখ নাসির
মাঘের প্রায় শেষ। দুয়ারে উঁকি দিচ্ছে ফাগুন। ঋতুরাজ বসন্তকে অভ্যর্থনা জানাতে চারদিকে যেন সাজ সাজ রব, প্রকৃতির প্রস্তুতি পর্বও শেষ হয়েছে।

এই বরণ যজ্ঞে অংশ নিতে শাখায় শাখায় আগুন রাঙা পলাশের ডালি নিয়ে অপেক্ষায় কিংশুক বন। পলাশের ডালে বসা কোকিলের কুহু কুহু ডাকে মুখরিত চারদিক।
সিলেটের শেখঘাট এলাকা থেকে ছবি তুলেছেন শেখ নাসির।
Comments