বংশী নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদীর পাড় থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যায় উপজেলার চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামে নদীর পাড়ে বালুর ওপর নবজাতক শিশুর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির জন্মের পরপরই তাকে নদীর পাড়ে ফেলে যায় কেউ।
Comments