বগুড়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জিয়াউল হক।

আজ বৃহস্পতিবার তিনি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, 'সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গতকাল রাত থেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।'

'এখন পর্যন্ত বগুড়ায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় সে জন্য আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে।'

Comments