বঙ্গবন্ধু সেতুর দুই পাশে ৪০ কিলোমিটার যানজট
বঙ্গবন্ধু সেতুর দুই পাশেই যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এবং সেতুর পশ্চিম প্রান্ত থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছিল যানবাহন।
আজ শনিবার সকালে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় মহাসড়কে তিন গুণের বেশি যানবাহন চলাচল করছে। এ ছাড়া, সিরাজগঞ্জের কড্ডা এলাকায় অসমাপ্ত ফ্লাইওভার এবং নলকা এলাকার একটি সরু ও ঝুঁকিপূর্ণ সেতুর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। আজ ভোররাত ২টা থেকে ৪টা পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ থাকায় যানজট আরও তীব্র হয়েছে।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে একটি লেন ব্যবহার করে ধীর গতিতে চলছে যানবাহন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী ডেইলি স্টারকে জানান, যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত গোল চত্বর থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
Comments