বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যান চলাচলে ধীরগতি

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইলের এলেঙ্গায় যান চলাচলে ধীর গতি দেখা যায়। ২৯ এপ্রিল ২০২২। ছবিটি সকাল সাড়ে ৮টায় তোলা। ছবি: সংগৃহীত

যানবাহনের চাপ বাড়তে থাকায় উত্তরের গেট হিসেবে পরিচিত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত গোল চক্কর থেকে কালিহাতী উপজেলার পৌলী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় যানবাহনের ধীরগতি দেখা যায়।

এলেঙ্গা হাইওয়ে থানার ইন-চার্জ আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত রাত থেকে উত্তরাঞ্চলমুখী যানবাহনের চাপ বাড়তে থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্বসংযোগ সড়কে আজ ভোরের দিকে যানজট হয়। সকাল ৯টার পর ধীর গতিতে হলেও যানবাহন চলছে।'

'ভোগান্তি এড়াতে যারা রাতে রওয়ানা দিয়েছিলেন তারা ভোরের দিকে সেতুর কাছাকাছি এসে কিছুটা যানজটে পড়েন। তবে যান চলাচল নির্বিঘ্ন করতে রাস্তায় হাইওয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থার কর্মীরা সক্রিয় রয়েছেন,' যোগ করেন তিনি।

এ দিকে, টাঙ্গাইলের প্রবেশদ্বার গোরাই-হাঁটুভাঙ্গা এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'গাড়ির চাপ বাড়লেও মহাসড়কের এই অংশে যানবাহনের গতি স্বাভাবিক আছে।'

একটি রেকারসহ গোরাই হাইওয়ে পুলিশের ৪২ সদস্য ছাড়াও, অপর একটি রেকারসহ মির্জাপুর থানা পুলিশ ও জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য রাস্তার এই অংশে দায়িত্ব পালন করছেন।

আজ বিকেল থেকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে ধারণা করে হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, 'পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।'

Comments

The Daily Star  | English

JnU students continue blockade for 2nd day

Students, teachers, and other stakeholders have declared academic activities indefinitely suspended

41m ago